টেকনাফে ৮০ লাখ টাকার ইয়াবাসহ দুই 'মাদক ব্যবসায়ী' আটক

টেকনাফে ইয়াবাসহ আটক দুই ব্যক্তিকক্সবাজারের টেকনাফ পৌরসভায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৭। তারা মাদক ব্যবসায়ী বলে র‍্যাব দাবি করেছে। শুক্রবার গভীর রাতে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

আটক দুই ব্যক্তি হলেন- টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার আলতাজ মিয়ার ছেলে মোহাম্মদ কামাল হোসেন (৪০) ও মধ্যম জালিয়া পাড়ার  আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ হাসেম (৩৮)। তারা দুই জনই তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছেন কক্সবাজার র‍্যাব-৭ এর কোম্পানি কামান্ডার মেজর মোহাম্মদ মেহেদী হাসান।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, ‘শুক্রবার রাতে টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়াপাড়ায় মোহাম্মদ হাসেমের বাড়িতে একটি ইয়াবা চালান বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে র‍্যাব-৭ এর ক্যাম্প ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে র‍্যাবের একটি দল ওই বাড়িতে অভিযান চালান। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কথা মতো একটি শপিং ব্যাগের ভেতর থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৮০ লাখ টাকা। ইয়াবাসহ আটক ব্যক্তিদের থানায় সোর্পদ করা হয়েছে।’

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘র‍্যাবের হাতে আটক ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে শনিবার সকালে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।’