অনিয়মের দায়ে ক্লিনিক মালিককে দুই লাখ টাকা জরিমানা

যশোর

বিভিন্ন অনিয়মের দায়ে যশোরে ‘দেশ ক্লিনিক’ নামে একটি বেসরকারি হাসপাতালের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সেখানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান- ক্লিনিকে কোনও ডাক্তার নেই,প্যাথলোজিস্ট ডাক্তার সেজে ক্লিনিক চালান, এছাড়াও নেই কোনও ট্রেইন্ড নার্স। সেখান পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চেতনানাশক দ্রব্য।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এসময় ক্লিনিক মালিককে দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করেছেন তিনি।

আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন জানান, ২০০৯ সালের জাতীয় ভোক্তাধিকার আইনের ৫৩ ধারায় ক্লিনিক কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

অভিযানকালে সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. মীর আবু মাউদ ও পুলিশ সদস্যরা উস্থিত ছিলেন।