আলোকচিত্রী শহিদুল আলমসহ আটক শিক্ষার্থীদের মুক্তি দাবিতে যশোরে কর্মসূচি

আলোকচিত্রী ড. শহিদুল আলম ও ছাত্র ফেডারেশনের নেতা মারুফ আশাফসহ বন্দি শিক্ষার্থীদের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, যশোর জেলা শাখা।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মুজিব সড়কে এই মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

এ সময় তারা বলেছেন, ‘দেশের কোনও প্রতিষ্ঠানেই এখন আর গণতান্ত্রিক পরিবেশ নেই। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের গ্রেফতার করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে কণ্ঠ বন্ধ করার সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশে কথা বলার স্বাধীনতা হরণ করা হয়েছে। এমন পরিস্থিতি চলতে দেওয়া যায় না।’

অবিলম্বে আলোকচিত্রী শহিদুল আলম, ছাত্রনেতা মারুফসহ বন্দি সব শিক্ষার্থীর মুক্তি ও ডাকসু নির্বাচনের দাবি করা হয়েছে কর্মসূচি থেকে।

সংগঠনের জেলা সভাপতি অনিমেষ বাছাড়ের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক শাওন তারিন, জেলা সেক্রেটারি মামুন হোসেন, এমএম কলেজ শাখার সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।