ওরাঁও সম্প্রদায়ের কারাম উৎসব

সুখ-শান্তি কামনায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাঁও সম্প্রদায়ের কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে। জানা যায়, পরিবারের সুখ-শান্তি ও নিজেদের সুস্থতার জন্য কারাম নামের একটি বিশেষ বৃক্ষের বন্দনার মধ্য দিয়ে ওরাঁও সম্প্রদায়ের লোকজন এই উৎসব পালন করে থাকে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার পাঁচপীরডাঙ্গা গ্রামে  ওরাঁওদের এই উৎসব শুরু হয়। দিনের বেলা উপোস এবং উপোস ভাঙার পর নাচ, গান ও পূজা অর্চনার মধ্য দিয়ে এই উৎসব শেষ হয়।

স্থানীয়রা জানায়, প্রতিবছর ভাদ্রের শেষে এবং আশ্বিনের শুরুতে ওরাঁও জনগোষ্ঠী এই উৎসব আয়োজন করে। গাছ দেবতা যেন সামনের বছরে ভালো ফসল দেন সেই প্রার্থনা করা হয় এই উৎসবে। এই গাছকে ঘিরে চলে আরাধনা গান। আদিবাসী শিশু হতে কিশোর-বৃদ্ধা-তরুণী-যুবক সবাই এই গানের সুরে সুর মিলিয়ে গাছ দেবতার প্রার্থনায় মেতে ওঠেন। গাছ দেবতার সান্নিধ্য পাওয়ার জন্য ধান, শর্ষে দানা, কলাই, গম প্রভৃতি ফসলের বীজ এই কারাম গাছের গোড়ায় রাখা হয়। দেবতা যেন সামনের বছর ভাল ফলন দেন সেই প্রার্থনা করে রাতভর চলে এই সম্প্রদায়ের নৃত্যগীত ও হাড়িয়া পান।

স্থানীয় চেয়ারম্যান মাহবুব আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্য যোগদান করা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার ও জেলা পূজা কমিটির সভাপতি অরুনাংশ দত্ত টিটো।