টেকনাফে সড়ক দুর্ঘটনা রোধে প্রচারপত্র বিলি




উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান ও ডিগ্রী কলেজের অধ্যাপক সন্তোষ কুমার শীলসহ স্কাউটস দলের সদস্যরা প্রচারপত্র বিলি করেনকক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের পক্ষ থেকে প্রচারপত্র বিলি করা হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ পৌরসভার চত্বর থেকে ‘নিরাপদে গাড়ি চালাই-নিজে বাাঁচি-অন্যকে বাঁচাই’ এ স্লোগান সংবলিত প্রচারপত্র বিলি শুরু হয়। পরে বিভিন্ন গাড়ির চালক ও পথচারীদের মধ্যে প্রায় তিন হাজার স্টিকার ও প্রচারপত্র বিলি করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান ও ডিগ্রী কলেজের অধ্যাপক সন্তোষ কুমার শীলসহ স্কাউটস দলের সদস্যরা প্রচারপত্র বিলিতে অংশ নেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান বলেন, ‘দুর্ঘটনা রোধে ও নিরাপদ সড়ক নিয়ে সচেতনতা বাড়াতে পথচারী, শ্রমিক, যাত্রী ও চালকদের মাঝে প্রচারপত্র বিলি করা হয়েছে। প্রায় তিন হাজারের মতো প্রচারপত্র বিলি করা হয়েছে।’