নাটোরে পুলিশ পরিচয়ে বিএনপির ৭ নেতাকর্মীকে তুলে নেওয়ার অভিযোগ

নাটোরনাটোরে পুলিশ পরিচয়ে জেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৭ নেতাকর্মীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে জেলা বিএনপি। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। নিখোঁজদের মধ্যে একই পরিবারের চার ভাই রয়েছেন।

জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, ‘বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নাটোর আদালতে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফয়সাল আলম আবুল, তার ভাই জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, অপর ভাই জেলা যুবদল নেতা বাবুল এবং তাদের আরও এক ভাই জেলা ছাত্রদল নেতা কাজল। সঙ্গে ছিলেন জেলা যুবদলকর্মী শামীম, জেলা স্বেচ্ছাসেবক দল কর্মী ছোট কামরুল ও সুজন। তারা শহরের মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছলে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।’

বিষয়টি সম্পর্কে যোগাযোগ করা হলে নাটোর ডিবি পুলিশের ওসি সৈকত হাসান জানান, ‘ডিবি পুলিশ তাদের আটক করেনি।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তি কামনা করেন।