শাবির ছাত্রী হলে চুরির ঘটনা তদন্তে কমিটি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রী হলে চুরির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ কমিটি গঠন করা হয়। ছাত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন এ খবর নিশ্চিত করেন।

প্রাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলে চুরির ঘটনা তদন্তে স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সের ডিন অধ্যাপক ড. এ.জেড.এম মঞ্জুর রশিদকে আহ্বায়ক কমিটি করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্যের একজন আমি ও অন্যজন প্রক্টর জহির উদ্দীন আহমেদ। তদন্ত কমিটিকে শিগগিরই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, বুধবার দিনগত রাতে গ্রিল কেটে ছাত্রীদের হলে ঢুকে একজনের তিনটি মোবাইল ফোন নিয়ে যায় চোর।