ইসলামপুর-দেওয়ানগঞ্জে বন্যার পানি কমছে

জামালপুর

জামালপুরের ইসলামপুর উপজেলার চার ইউনিয়ন ও দেওয়ানগঞ্জ উপজেলার দুই ইউনিয়নে বন্যার পানি নামতে শুরু করেছে। এতে দুর্গত এলাকার মানুষের মনে স্বস্তি ফিরেছে।

জামালপুর পানি উন্নয়নের বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৯ দশমিক ৫৫ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমানার চার সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামপুর উপজেলার দেওয়ানপাড়া, ডেবরা পেইচ, পুর্ব বলিয়াদহ, পশ্চিম বলিয়াদহ, শিংভাঙ্গা, ধর্মকুড়া, চিনাডুলি, বমনা, বড়াইলপাড়া, কুলকান্দিসহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এসব এলাকার ফসলি জমি এখনও পানির নিচে তলিয়ে আছে।

 পাউবোর নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী বলেন, ‘বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যে এ অবস্থার আরও উন্নতি হবে বলে আশা করছি।’

ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, ইসলামপুর উপজেলাতে ৯ হাজার ১৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর মধ্যে নিম্নাঞ্চলের ফসলি জমিগুলো প্লাবিত হয়েছিল। তবে বর্তমানে পানি নেমে যেতে শুরু করেছে।

ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আ. ছালাম বলেন, ‘আমার ইউনিয়নের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। তবে  প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনও ত্রাণ পাইনি।’

ইসলামপুরের থানা নির্বাহী কর্মকর্তাকে (টিএনও) মিজানুর রহমান বলেন, ‘এখনও পর্যন্ত দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমরা ত্রাণসামগ্রী দিতে শুরু করিনি। তবে দুর্যোগ মোকাবিলায় আমরা সর্বদা প্রস্তুত।’