বেনাপোল সীমান্তে অস্ত্র ও গাঁজাসহ ব্যবসায়ী আটক

অস্ত্র ও গাঁজাসহ ব্যবসায়ী আটকবেনাপোলের ৪ নম্বর ঘিবা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড রাউন্ড গুলি, ৬ টি ম্যাগাজিন ও ৬ কেজি গাঁজাসহ আব্দুল খালেক (৫৬) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক আব্দুল খালেক ওই গ্রামের মৃত নইমুদদিন মন্ডলের ছেলে। তিনি  অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছে বিজিবি।  

শুক্রবার (২১ সেপ্টেম্বর ) ভোরে খালেক এর নিজ বাড়ির ছাদের ওপর থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।উদ্ধার করা পিস্তল

ঘিবা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন অস্ত্র ব্যবসায়ীরা ঘিবা গ্রামের খালেক এর বাড়ির ছাদের ওপর অস্ত্র বেচাকেনা করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযান চালায়। এসময় ৩টি বিদেশি, ৮ রাউন্ড গুলি, ৬ টি ম্যাগাজিন ও ৬ কেজি গাঁজাসহ  খালেককে আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক অস্ত্র আটকের খবর নিশ্চিত করে জানান, আটক খালেকের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।