বাংলাদেশ-ভারত সুসম্পর্ক চিরকাল অটুট থাকবে: শ্রিংলা

সাধনা দত্ত একাডেমিক ভবন উদ্বোধন করছেন হর্ষবর্ধন শ্রিংলা (ছবি- প্রতিনিধি)

বাংলাদেশ-ভারতের মধ্যকার সুসম্পর্ক চিরকাল অটুট থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের শিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সাধনা দত্ত একাডেমিক ভবন’ উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক চিরকাল অটুট থাকবে। এ সম্পর্ক অতীতে ভালো ছিলো, বর্তমানে ভালো আছে এবং ভবিষ্যতেও ভালো থাকবে। ভালো ও মন্দ সময়ে যেন দুই দেশ উভয়ের পাশে থাকতে পারে, সেটাই আমাদের কাম্য।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন– মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার হাসিনা বেগম প্রমুখ।