বগুড়ায় রেলসেতুর পিলার দেবে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

বগুড়ায় রেলসেতুর পিলার দেবে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধবগুড়ার সোনাতলার ভেলুরপাড়া থেকে সৈয়দ আহমদ কলেজ স্টেশনের মাঝামাঝি মধ্য দীঘলকান্দি এলাকায় চকচকিয়া রেলসেতুর একটি পিলার দেবে গেছে। এতে বগুড়া, ঢাকাসহ বিভিন্ন জেলার সঙ্গে উত্তরের লালমনিরহাট, দিনাজপুরসহ কয়েকটি জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঘটনাস্থলের আশপাশে দুটি ও সান্তাহার জংশন স্টেশনে একটি দুরপাল্লার ট্রেন আটকে আছে। কখন সেতুর মেরামত কাজ শেষ হবে তা রেলের প্রকৌশল বিভাগ নিশ্চিত করে বলতে পারছে না। তবে সন্ধ্যা ৭টার মধ্যে মেরামত সম্ভব হবে বলে এক কর্মকর্তা দাবি করেছেন।বগুড়ায় রেলসেতুর পিলার দেবে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

রেলের বামনডাঙ্গার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন জানান, প্রবল স্রোতের কারণে মাটি সরে যাওয়ায় সোনাতলা উপজেলার মধ্য দীঘলকান্দির চকচকিয়া এলাকায় ৩৫ নম্বর রেলসেতুর ২ নম্বর পিলার দেবে গেছে। এতে শনিবার বেলা ১১টার দিকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সোয়া ১১টার দিকে ঘটনাস্থলের কাছে দিনাজপুর ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস এবং সোয়া ১টায় সোনাতলা স্টেশনে লালমনিরহাট ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ও সান্তাহার জংশনে ঢাকা ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস আটকে আছে।বগুড়ায় রেলসেতুর পিলার দেবে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

বগুড়া রেলের প্রকৌশল শাখার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) আসলাম হোসেন বিকাল ৩টার দিকে জানান, বেলা ১১টা থেকে মেরামত কাজ শুরু হয়েছে। তিনি বগুড়া স্টেশনে সেতুর মালামাল নিয়ে অপেক্ষা করছেন। সান্তাহার থেকে ইঞ্জিন এলে বিকাল ৫টা নাগাদ মালগুলো নিয়ে ঘটনাস্থলে যাবেন। এরপর মেরামত করতে আরও কমপক্ষে ২ ঘণ্টা সময় লাগবে। অর্থাৎ সন্ধ্যা ৭টার আগে সেতুর পিলার মেরামত কাজ শেষ হবে না। এতে প্রায় ৮ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকবে। এতে দুটি আন্তঃনগর দোলনচাঁপা ও লালমনি এক্সপ্রেস এবং দুটি লোকাল ট্রেন চলাচল বিঘ্নিত হবে।

বগুড়ার স্টেশন মাস্টার বেঞ্জুরুল ইসলাম জানান, ৭-৮ ঘণ্টায় বিভিন্ন রুটের ৮-১০টি ট্রেন চলাচল বন্ধ থাকবে। এদিকে সেতুর পিলার দেবে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় ট্রেনে থাকা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।