যশোরে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবিতে যশোরে সাংবাদিকদের মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন যশোরের সাংবাদিকরা। আজ শনিবার দুপুর ১২টায় সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি শহিদ জয়ের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে যশোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।  দুর্নীতি বাড়বে যে কারণে মানুষ তাদের অধিকার থেকেও বঞ্চিত হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এমন আইন কাম্য নয়। একটি কল্যাণকর রাষ্ট্রের জন্য সাংবাদিকদের বাকস্বাধীনতা থাকতে হবে। তাই অবিলম্বে এ কালো আইন বাতিলের দাবি জানান নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, সাবেক সভাপতি নূর ইসলাম, সাবেক সেক্রেটারি তৌহিদ জামান, শেখ আব্দুল্লাহ হুসাইন, কাজী আশরাফুল আজাদ, এসএম ফরহাদ প্রমুখ।