রংপুরে পুলিশের ওপর হামলা: বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

কারাগার

রংপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা ও মহানগর  বিএনপির ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকালে জেলা জজ এবিএম নিজামুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মালেক এ খবর নিশ্চিত করেন।

পিপি আব্দুল মালেক জানান, আজ (বৃহস্পতিবার) বিকালে জেলা জজ আদালতে হাজির করা হয় বিএনপির ১৪ নেতাকর্মীকে। এসময় তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির এ নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে বলেও জানান তিনি।

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন– জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান রন্টু, কাজী খয়রাত, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক আশফাকুল ইসলাম বসুনিয়া আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম ডালেস, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাদল, প্রচার সম্পাদক ফিরোজ আলম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তৌহিদুর রহমান মনা, বিএনপি নেতা বাবু, মনিরজ্জামান মনির, মাহমুদুল হাসান সুজন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন, রংপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাপলো চৌধুরীসহ আরও কয়েকজন।

আসামিদের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন আইনজীবী আ: রশীদ, আব্দুল কাইয়ুম ও আফতাব হোসেনসহ ১৫ জন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্দুল মালেক।