ইউএস-বাংলার সেই বিমানের ৪০ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা

ইউএস বাংলা`র সেই বিমানের যাত্রীচট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করা ইউএস বাংলা’র ৭৩৭ ফ্লাইটের ১৭১ আরোহীর মধ্যে ৪০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী। যদিও ইউএস বাংলা ও বিমান বন্দর কর্তৃপক্ষ দাবি করেছিলেন, যাত্রীরা সবাই ভালো আছেন। একজনের অবস্থা ‘কিছুটা গুরুতর’ ছিল বলেও বাংলা ট্রিবিউনকে জানান সিভিল সার্জন।

ডা. আজিজুর রহমান সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইউএস বাংলার ওই ফ্লাইটে থাকা ৪০ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কারও মাথা কিংবা শরীরের বিভিন্ন অংশে কেটে গেছে। এদের মধ্যে ২৭ জনকে সামান্য ড্রেসিং করে দিতে হয়েছে, ১২ জনকে ব্যান্ডেজ দিতে হয়েছে। আহতদের মধ্যে এক নারী যাত্রীর অবস্থা একটু গুরুতর ছিল। তাকে এয়ারফোর্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।’ইউএস বাংলা`র সেই বিমানের যাত্রী

সিভিল সার্জন আরও জানান, ‘দুর্ঘটনা কবলিত ওই বিমানের থাকা ১১০জন যাত্রী ট্রমায় ভুগছেন। এসব যাত্রীর অনেকেই ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে জেগে উঠার মতো সমস্যায় ভুগতে পারেন। শরীর চেকআপের পাশাপাশি তাদের ঘুমের ওষুধ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, নোজ হুইলে সমস্যার কারণে ইউএস বাংলার বোয়িং ৭৩৭এইচ কিউএইট ফ্লাইটে নোজ হুইল সমস্যা দেখা দেয়। এ কারণে দুপুর ১টা ১৮ মিনিটে বিমানটি দ্রুত অবতরণ করে। দ্রুত অবতরণ পর বিমানটি রানওয়ে থেকে অপসারণ করতে না পারায় প্রায় ৪ ঘণ্টা বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়।ইউএস বাংলা`র বিমানের জরুরি অবতরণ (ছবি: ফোকাস বাংলা)

ইউএস বাংলার বিমানটি দ্রুত অবতরণ করার বিষয়ে বিস্তারিত তুলে ধরে বিমানবন্দরের সিনিয়র স্টেশন ট্রাফিক ম্যানেজার হাসান জহির। সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘কক্সবাজারগামী ইউএস বাংলার ৭৩৭ বোয়িংটি সকালে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। আকাশেই বিমানটির নোজ হুইলে সামান্য সমস্যা দেখা দেওয়ায় সেটি চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করে। নিরাপদেই অবতরণ করেছে। বিমানটিতে ১৫৩জন যাত্রী ছিলেন। তাদের সঙ্গে ১১জন শিশু ছিল। এছাড়া ৭ জন ক্রু ছিলেন। বিমানে থাকা যাত্রীরা সবাই ভালো আছেন। এ ঘটনায় সিভিল অ্যাভিয়েশন, চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ইউএস বাংলার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আরও পড়ুন- 


শাহ আমানতে বিমান ওঠানামা ফের শুরু

চট্টগ্রামে ইউএস বাংলা বিমানের ক্র্যাশ ল্যান্ডিং (ভিডিও)

ইউএস-বাংলার দুর্ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি