টেকনাফে বিদেশি মদসহ আটক ১

টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে বিদেশি মদসহ একজনকে আটক  করা হয়েছে। আটক ব্যক্তির নাম খুরশিদ আলম (২৬)। সে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার মুখতার আহাম্মদের ছেলে।  

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল জানান, শুক্রবার (১২ অক্টোবর) ভোররাতে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অধীনস্থ টেকনাফ সার্কেলের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্থলবন্দরের সামনে রাস্তার পশ্চিম পার্শ্বে রশিদের পানের দোকানের পাশে অভিযান চালায়। এসময় দুইটি চাউলের বস্তায় তল্লাশি চালিয়ে বস্তা থেকে বিদেশি গ্যান্ড রয়েল হুইস্কি ২৪ বোতল মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধার বিদেশি মদের অনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা। এই ঘটনায় টেকনাফ সার্কেল পরিদর্শক মোশাররফ হোসেন বাদী হয়ে টেকনাফ থানায় মাদক আইনে মামলা করেছেন।