পদ্মার ডুবোচরে আটকে যাচ্ছে ফেরি, পাটুরিয়া-দৌলতদিয়ায় যোগাযোগ বিঘ্নিত

পদ্মায় চলছে ড্রেজিংপদ্মা নদীর পানি ক্রমাগত হ্রাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। মঙ্গলবার সকালের দিকে পাটুরিয়া ঘাটের কাছে নদীর নাব্য সংকটের কারণে পর্যায়ক্রমে তিনটি ফেরি ডুবোচরে আটকে যায়। যদিও ঘণ্টা খানেকের মধ্যে উদ্ধারকারী টাগ জাহাজ দিয়ে আটকে পরা ফেরিগুলো ডুবোচর থেকে চ্যানেলে নামিয়ে আনা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (মেরিন) আব্দুল কুদ্দুস নৌ চ্যানেলে নাব্য সংকটের কথা স্বীকার করে বলেন, ‘মঙ্গলবারও পদ্মায় ১৫ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। পাটুরিয়া ঘাটে নাব্য সংকট মোকাবেলায় তিনটি ড্রেজার দিয়ে নদী পথের পলি অপসারণ করা হচ্ছে। যে কারণে পাটুরিয়া ঘাটে ফেরি ভিড়তে এবং ছেড়ে যেতে একটি চ্যানেল  ব্যবহার করতে হচ্ছে। এতে ফেরি চলাচলসহ লোড-আনলোড ব্যাহত হচ্ছে। ঘাটের কাছে পর্যাপ্ত নাব্য না থাকায় মঙ্গলবার সকাল ৭টার দিকে রো-রো ফেরি গোলাম মওলা, শাহ পরান ও ইউটিলিটি ফেরি বনলতা পাটুরিয়া লঞ্চঘাটের কাছে ডুবোচরে আটকে যায়। আটকে যাওয়া ফেরিগুলো পর্যায়ক্রমে উদ্ধারকারী টাগ জাহাজ দিয়ে চ্যানেলে টেনে নামানো হয়।’ পাটুরিয়া ফেরিঘাটের কাছে ড্রেজিং চলছে

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং ইউনিটের আরিচা সেক্টরের  উপ-সহকারী  প্রকৌশলী মাসুদুর রহমান ডুবোচরে ফেরির আটকের কথা স্বীকার করলেও তার দাবি ছিলো ভিন্ন। তিনি বলেন, ‘সকালের দিকে ঘন কুয়াশার কারণে ওই ফেরিগুলো পাটুরিয়া লঞ্চঘাটের কাছে ডুবোচরে উঠিয়ে দেয়। পরে অবশ্য উদ্ধারকারী টাগ জাহাজ দিয়ে ফেরি তিনটি বেসিনে আনা হয়। পদ্মা নদীর নাব্য সংকট নিরসনে পাটুরিয়া ঘাটের কাছে তিনটি ড্রেজার দিয়ে পলি অপসারণ করা হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে পৃথক চারটি ড্রেজার দিয়ে নদীর পলি অপসারণ কাজ চলছে। শিগগিরই নাব্য সংকটের অবসান ঘটবে।’

এদিকে মঙ্গলবার ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌতদিয়া রুটে দেড় ঘণ্টা সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। কুয়াশার কারণে মাঝপদ্মায় ৮টি ফেরি ও পাটুরিয়া ঘাটে আরও ৮টি ফেরি নোঙর করে ছিল। বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের সহাকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ঘন কুয়াশায় ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ভোর সাড়ে ৫টা থেকে ঘন কুয়াশার কারণে এই রুটে সব প্রকার  ফেরি  দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়।’ তিনি ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, ‘কুয়াশার মাত্রা  এতোটাই প্রকোপ ছিল যে কাছের বস্তুটিও দেখা সম্ভব ছিল না। যে কারণে দুর্ঘটনা চলাচল ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমলে সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।’ উথলী সংযোগ সড়কে যানবাহনের চাপ

মহিউদ্দিন রাসেল আরও জানান, ‘মঙ্গলবার বিকাল পর্যন্ত পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় আড়াই শত পণ্যবাহী ট্রাক ও ৮০টি যাত্রীবাহী কোচ আটকে রয়েছে।’

এদিকে পাটুরিয়া ঘাটের যানবাহনের চাপ নিয়ন্ত্রণে ঘাটের ছয় কিলোমিটার দূরের উথলী সংযোগ সড়কের আরিচা রুটে পণ্যবাহী ট্রাকগুলো আটকে রাখা হচ্ছে।

আরও পড়ুন- কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বিঘ্নিত