বিএনপির এখন দরকার ড. কামালের ওপর ভর করা: কাদের

নোয়াখালীতে ওবায়দুল কাদেরআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় ঐক্য একটি জগাখিচুড়ি ঐক্য। বিএনপির এখন দরকার ড. কামাল হোসেনের ওপর ভর করা। কারণ, তাদের চেয়ারপারসন কারাগারে অন্তরীণ ও দণ্ডিত। তারা যাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন তিনিও লন্ডনে পলাতক এবং যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত হয়েছেন। কাজেই বিএনপির এখন একজন নেতা দরকার।’

আজ বুধবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় ঐক্য প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, বিএনপির নিজেদের মধ্যে খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া মনে হয় আর কোনও নেতা নেই। তাই তারা জাতীয় ঐক্যের নামে ড. কামাল হোসেনের ওপর ভর করে তাকে নেতা করেছেন।’

সেখানে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক বাবু অরবিন্দ ভৌমিক ও কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতারা।

আরও পড়ুন- জোটের ভাঙনে বিএনপিতে বিস্ময়