ঝিনাইদহে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

আদালত

ঝিনাইদহে মাদক মামলায় সুজন, ইকরাম, কেষ্ট নামের তিন আসামিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। বুধবার (১৭ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ রায় দেন।

দণ্ডিত আসামিরা সবাই পলাতক রয়েছে। এ মামলায় হাসান নামের অন্য এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

পুলিশ জানায়, ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর রাতে মহেশপুর উপজেলার বেগমপুর এলাকা থেকে একটি নসিমন তল্লাশি করে ৮২ বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ। এসময় মহেশপুরের উপজেলার কুসুমপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে সুজন ও আয়ুব আলীর ছেলে ইকরামুল শাহ ওরফে চেন্টু এবং একই উপজেলার স্বরুপ গ্রামের নিমাই সরকারের ছেলে কেষ্ট সরাকারকে আটক করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ (বুধবার) দুপুরে সুজন, ইকরামুল, কেষ্টকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে  আরও একবছর বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। মামলার অন্য আসামি হাসানকে খালাস দেওয়া হয়েছে।