মুন্সীগঞ্জে ২৮ জেলের দণ্ড

মুন্সীগঞ্জে অভিযানে আটককৃত জেলেদের কয়েকজন এবং উদ্ধারকৃত বিপুল পরিমাণ অবৈধ জাল

মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ২৮ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে গজারিয়া উপজেলায় ৩ জেলেকে ১১ দিন করে ও লৌহজং উপজেলায় ২৫ জেলেকে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ লাখ ৭০ হাজার মিটার জাল ও ২৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস বাংলা ট্রিবিউনকে জানান, ‘গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে শিকার করা ৩৫ কেজি ইলিশ জব্দ করা হয়। এ সময়  ৩ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।’

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. মনির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘অবৈধভাবে ইলিশ ধরার অপরাধে ২৫ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

স্থানীয় নৌপুলিশের পাশাপাশি র‌্যাব, কোস্ট গার্ড এসব অভিযানে অংশগ্রহণ করে। জব্দ করা মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় এবং জাল পুড়িয়ে ফেলা হয়।