ইলেকট্রিক ব্যবসায়ীর লাশ উদ্ধার

গাইবান্ধা জেলাগাইবান্ধার সাদুল্যাপুরে বড় দাউদপুর গ্রামের একটি কলাবাগান থেকে রাসেল সরকার (৪০) নামে এক ইলেকট্রিক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের গড়েয়ার বিল সংলগ্ন একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

রাসেল সরকার বড় দাউদপুর গ্রামের খুশি সরকারের ছেলে। স্থানীয় মিরপুর বাজারে তার ইলেকট্রিক সামগ্রীর দোকান রয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কলাবাগানে রাসেলের লাশ দেখতে পায় তারা। পরে  খবর পেয়ে পুলিশ রাসেলের লাশ উদ্ধার করে।

রাসেলের পরিবার জানায়, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে দোকান বন্ধ করে বাড়ির পাশে চাচার বাড়িতে যায় রাসেল। চাচার বাড়িতে মোটরসাইকেল রেখে বের হয় সে। রাতে চাচার বাড়ি ও নিজ বাড়িতে ফেরেনি রাসেল। অনেক খোঁজাখুজি করেও রাসেলের সন্ধান পায়নি পরিবারের লোকজন।

রাসেলের বাবা খুশি মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাসেল ব্যবসা করায় অনেকের সঙ্গে টাকার লেনদেন ছিল। তাছাড়া গ্রামেও অনেকের সঙ্গে তার বিরোধ ছিল।’ রাসেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার। রাসেলের হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারসহ দৃষ্টান্ত শাস্তির দাবি জানান তিনি।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এমরানুল কবীর বাংলা ট্রিবিউনকে জানান, রাসেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার গলায় রশি পেঁচানো ছিল। গলায় আঘাতের চিহ্ন ছাড়াও বুকের মধ্যে সুঁই দিয়ে খোঁচানোর দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শারীরিকভাবে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে।

তিনি আরও জানান,  হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এছাড়া কারা হত্যা করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সাদুল্যাপুর থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।