ময়মনসিংহে চট্টগ্রাম থেকে আসা ট্রেনের বগি লাইনচ্যুত

ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত
ময়মনসিংহের বলাশপুরে চট্রগাম থেকে আসা থার্টি সেভেন আপ মেইল ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে গেছে। ফলে চট্রগ্রাম, নেত্রকোনা ও ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। আজ শুক্রবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বগির লাইনচ্যুতির ঘটনা ঘটে।ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত

লাইনচ্যুতির ঘটনা নিশ্চিত করে ময়মনসিংহ রেল স্টেশনের সুপার জহুরল ইসলাম জানান, ‘চট্রগ্রাম রেল স্টেশন থেকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ময়মনসিংহের উদ্দেশেষ ছেড়ে আসে থার্টি সেভেন আপ মেইল ট্রেনটি। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মহানগরীর বলাশপুরে আসলে ট্রেনের মালবোঝাই একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। আজ সকাল ৭টার সময় রিলিফ ট্রেন এসে ট্রেনের বগির চাকা লাইন থেকে ওঠানোর কাজ শুরু করেছে।’ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত

বেলা ১২টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে জানিয়েছেন তিনি। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নেত্রকোনাগামী হাওড় এক্সপ্রেস টেন আটকা পড়ে আছে।