সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় প্রতিবাদ সভা

হামলাকারীদের গ্রেফতার দাবিতে নাগরিক প্রতিবাদ সভাপাবনায় সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাগরিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় পাবনা প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এই প্রতিবাদ সভার আয়োজন করে পাবনার সচেতন নাগরিক সমাজ।
সভায় বক্তারা সাংবাদিক স্বপনের ওপর হামলার সাতদিন পেরিয়ে গেলেও জড়িত কেউ গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, পুলিশ সুপার জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলেও কোনও আশার আলো দেখা যাচ্ছে না। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য সিআইডি’র হাতে ন্যস্ত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।
মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাতে পাবনা প্রেসক্লাব থেকে বাসায় ফেরার পথে বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের পাবনা প্রতিনিধি হাবিবুর রহমান স্বপনকে রড দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।