মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৭

দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস ও মোটরসাইকেল (ছবি– প্রতিনিধি)

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ‘জাগরনী ফাউন্ডেশনে’র ম্যানেজারসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন। শনিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার বরাশুর নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এ খবর নিশ্চিত করেন।

নিহতেরা হলেন– গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি বাজারের জাগরনী ফাউন্ডেশনের ম্যানেজার নুরুল ইসলাম (৪৫) ও রাকিব শেখ (৩৫)। এরা দুই জন মোটরসাইকেল আরোহী। নিহত নুরুল ইসলাম যশোরের রুপদিয়া এলাকার আব্দুল মোড়লের ছেলে এবং নিহত রাকিব শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধানকোড়া গ্রামের নুর মো. শেখের ছেলে।

আহতেরা হলেন– মাইক্রোবাসের যাত্রী রাজবাড়ি জেলার শাদাতপুর গ্রামের মো. কবির হোসেন (৪৫), আল আমিন (২৫), মো. সিরাজুল ইসলাম (৪৫), আফরোজা (১৭), সোহানা (১৫), জান্নাতী মাওয়া (১১), সাদিয়া (৮) মারাত্মকভাবে আহত হন। তাদের প্রথমে কাশিয়ানী হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি মো. আজিজুর রহমান জানান, জাগরনী ফাউন্ডেশনের ম্যানেজার নুরুল ইসলাম একটি মোটরসাইকেলে রাকিব শেখকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জে আসছিলেন। বড়াশুরে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে নুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও আট জন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ওই হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক রাকিব শেখকে মৃত ঘোষণা করেন।