৮ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

হিলি স্থলবন্দর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এদিকে কয়েকদিন পর বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় বন্দরের কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে। তবে পুজোর ছুটির ইমেজ কাটিয়ে বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুয়েকদিন সময় লাগবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

রবিবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মাধ্যমে বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন বাংলা ট্রিবিউনকে জানান, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক গত ১৩ অক্টোবর শনিবার থেকে ২০ অক্টোবর শনিবার পর্যন্ত টানা ৮দিন হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। আজ রবিবার দুপুর পৌনে ২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। এছাড়াও বন্দরে কর্মরত শ্রমিকরা তাদের কাজে যোগ দেওয়ায় বন্দরের ভেতরে ট্রাক হতে পণ্য খালাস, বাংলা ট্রাকে ভর্তি, ডেলিভারি দেওয়াসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে। তবে পুজোর ছুটির ইমেজ কাটিয়ে বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুয়েকদিন সময় লাগবে।