টেকনাফে সোয়া কোটি টাকার ইয়াবা উদ্ধার

ইয়াবাকক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোরে এগুলো উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

বিজিবি’র ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক আছাদুদ-জামান চৌধুরী জানান, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের নাফনদী সীমান্তবর্তী আড়াই নম্বর স্লুইচ গেট এলাকা দিয়ে ইয়াবা পাচার হচ্ছে বলে জানতে পারে বিজিবি। এমন সংবাদে ২ বিজিবি খারাংখালী বিওপির নায়েক সুবেদার মো. নওশের আলীর নেতৃত্বে একটি টহলদল আড়াই নম্বর সুইচ গেইট এলাকায় অভিযান চালায়। তাদের উপস্থিতির টের পেয়ে পলিথিন ব্যাগ ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পলিথিন ব্যাগ থেকে ৫০হাজার ইয়াবা পাওয়া যায়। এই ইয়াবার মূল্য ১ কোটি ৫০ হাজার টাকা।

আপরদিকে, একইদিনে সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া এলাকায় একটি সুপারি বাগানে ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদে ২ বিজিবি সাবরাং বিওপির সুবেদার মো. লাল মিয়ার নেতৃত্বে একটি টহলদল সেখানে যায়। টহলদলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ওই এলাকার হাজী মো. ছাব্বির হোসেনের বাড়ির পেছনে সুপারি বাগানে তল্লাশি চালিয়ে শুকনো পাতার নিচ থেকে ইয়াবাভর্তি একটি পলিথিনের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে। পরবর্তীতে ঊর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

/////////


কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোরে এগুলো উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

বিজিবি ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক আছাদুদ-জামান চৌধুরী জানান, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের নাফ নদী সীমান্তবর্তী আড়াই নম্বর স্লুইসগেট এলাকা দিয়ে ইয়াবা পাচার হচ্ছে বলে জানতে পারে বিজিবি। এরপর ২ বিজিবি খারাংখালী বিওপির নায়েক সুবেদার মো. নওশের আলীর নেতৃত্বে একটি টহল দল আড়াই নম্বর স্লুইসগেট এলাকায় অভিযান চালায়। তাদের উপস্থিতির টের পেয়ে পলিথিন ব্যাগ ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে পলিথিন ব্যাগে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার মূল্য ১ কোটি ৫০ হাজার টাকা।
অপরদিকে, একই দিনে সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া এলাকায় একটি সুপারিবাগানে ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদে ২ বিজিবি সাবরাং বিওপির সুবেদার মো. লাল মিয়ার নেতৃত্বে একটি টহল দল সেখানে যায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ওই এলাকার হাজী ছাব্বির হোসেনের বাড়ির পেছনে সুপারিবাগানে তল্লাশি চালিয়ে শুকনো পাতার নিচ থেকে ইয়াবাভর্তি একটি পলিথিনের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।