ফখরুলদের ছাড়াই সিলেটে মাজার জিয়ারত করলেন ড. কামাল

সিলেটে জোটের অপর নেতাদের ছাড়াই মাজার জিয়ারত করলেন ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন

সিলেটে বুধবার (২৪ অক্টোবর) ঐক্যফ্রন্টের সমাবেশের আগে জোটটির নেতাদের মাজার জিয়ারতের কর্মসূচি থাকলেও বাকিদের ছাড়াই আজ মঙ্গলবার রাতে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত সেরে নিলেন ড. কামাল হোসেন।

জানা গেছে, ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে আজ মঙ্গলবার বিকেলে দলটির প্রধান নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সিলেটে আসেন। আর বুধবার ভোরে আসার কথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির অন্য নেতাদের। আরেক নেতা নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ঢাকা থেকে সিলেটে সদলবলে রওনা হবেন বুধবার ভোরে। জোট নেতাদের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত ছিল দুপুর ২টায় ডাকা সমাবেশের আগে একসঙ্গে মাজার জিয়ারতে যাবেন তারা। কিন্তু, জোটের অন্য কেন্দ্রীয় নেতারা আসার আগেই এই সিদ্ধান্ত পাল্টে আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতেই হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত সেরে নেন ড. কামাল হোসেন।

সরেজমিন দেখা গেছে, রাত আটটার দিকে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে যান ড. কামাল হোসেন। এসময় তার সঙ্গে ছিলেন ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এবং ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুরসহ স্থানীয় বিএনপির জনা কয়েক নেতা-কর্মী। ঐক্যফ্রন্টের আরেক নেতা ডা. জাফরুল্লাহ সিলেটে থাকলেও মাজার জিয়ারত কর্মসূচিতে তাকেও দেখা যায়নি।

তবে বুধবার এ কর্মসূচির ঘোষণা দিয়ে আগের রাতে জোটের অপর নেতাদের ছাড়াই কেন মাজার জিয়ারত করলেন তারা সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি ড. কামাল হোসেনসহ অন্যরা। এ সময় উপস্থিত সাংবাদিকরা তাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে কোনও জবাব না দিয়েই দরগাহ এলাকা ত্যাগ করেন তারা।