ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ব্যারিস্টার মইনুল হোসেন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে ময়মনসিংহ আদালতে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মনিরা সুলতানা মনি বাদী হয়ে মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আমলি আদালতে এই মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার সন্ধ্যায় ১ নম্বর আমলি আদালতের বিচারক রোজিনা খান মামলাটি সাইবার ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মনিরা সুলতানা মনির আইনজীবী অ্যাডভোকেট পীযুস কান্তি সরকার জানান, ডিজিটাইল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৯ (১) ধারায় এই মামলাটি করা হয়েছে। সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করে মইনুল হোসেন টেলিভিশনের টকশোতে মন্তব্য করায় এই মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী মনিরা সুলতানা মনি জানান- ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে জনসমক্ষে হেয় করেছেন। এর দৃষ্টান্তমূলক বিচার দাবিসহ প্রতিবাদ জানাতেই মামলাটি দায়ের করেছি।