জামালপুরে সরকারি চাকরিতে কোটার দাবিতে অবস্থান কর্মসূচি

সরকারি চাকরিতে শতকরা ৩০ ভাগ কোটার দাবিতে অবস্থান কর্মসূচিপ্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে শতকরা ৩০ ভাগ কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির প্রতিবাদে জামালপুরে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের দয়াময়ী মোড়ে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ জামালপুর জেলার শাখার উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন– মুক্তিযোদ্ধা সুজাত আলী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জামালপুর জেলা শাখার সভাপতি শাহাজাদা হোসেন আকন্দ, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম ইদুসহ আরও অনেকে।

এ সময় বক্তারা মুক্তিযোদ্ধার সন্তানদের প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে শতকরা ৩০ ভাগ কোটা পুনর্বহাল করার জোর দাবি জানান। পাশাপাশি মুক্তিযোদ্ধা পরিবার সংরক্ষণ আইন করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তারা।