‘৫ নভেম্বর গণভবনে যাবো চা খেতে, প্রধানমন্ত্রীর সঙ্গে পরে কথা বলবো একান্তে’

রংপুরে এইচ এম এরশাদপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির (জাপা) সংলাপ প্রসঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য চিঠি দিয়েছিলাম। আমাকে ৫ নভেম্বর বঙ্গভবনে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আমি আমার দলের নেতাদের নিয়ে যাবো, সংলাপ করতে নয়, চা খেতে যাবো। পরে আমি এককভাবে দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কথা বলবো। কারণ, ২১ জন নেতা নিয়ে সব কথা বলা সম্ভব নয়। আর এভাবে সংলাপ হয় না। কারণ, আমার দলের নেতাদের আমি ভালোভাবে চিনি।’

আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ সফল হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ‘তাদের সাত দফা দাবির কোনোটিও মানা সম্ভব নয়। তারা শেখ হাসিনার পদত্যাগ চান, সংসদ ভেঙে দিতে চান, এসব দাবির কোনোটিই মেনে নেওয়া সম্ভব নয়। ফলে সংলাপ ব্যর্থ হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাপা চেয়ারম্যান বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটগতভাবে নির্বাচন করবে। তবে এবার রংপুরের ৬টি আসনসহ রংপুর অঞ্চলের ২২টি আসনের সবক’টি আমাদের ছেড়ে দেওয়ার কথা আমি প্রধানমন্ত্রীকে বলেছি। তবে গতবারের মতো মহাজোটগতভাবে নির্বাচন হবে, আবার একই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আলাদা আলাদা প্রার্থী থাকবে, তা এবার আমরা মানবো না। যেখানে জাতীয় পার্টির প্রার্থী থাকবে সেখানে আওয়ামী লীগের কোনও প্রার্থী দেওয়া যাবে না এটা আমাদের পরিষ্কার কথা। এর কোনও ব্যত্যয় করা যাবে না।’

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংক্রান্ত অধ্যাদেশ প্রসঙ্গে এরশাদ বলেন, ‘ইভিএম সম্পর্কে আমি প্রথম থেকে আপত্তি জানিয়ে আসছি। কারণ, ইভিএমের মাধ্যমে ভোট হলে সেই ভোটে কারচুপি করা সম্ভব। সে কারণে আমি আবারও ইভিএম ব্যবহার না করার জন্য সরকারকে অনুরোধ জানাবো।’