নাটোরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নাটোরবাস-মিনিবাস মালিক সমিতির আশ্বাসের পরিপ্রেক্ষিতে নাটোরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।  এর ফলে প্রায়  ১২ ঘণ্টা পর বাস-মিনিবাস চলাচলে অচলাবস্থা নিরসন হলো। বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগর বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার রাতে নাটোর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে বসে মালিক সমিতি। এ সময় রাজশাহীতে চালক ও শ্রমিকদের লাঞ্ছিত করার ঘটনার বিচারের আশ্বাস দেয় মালিক সমিতি। আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন।

উল্লেখ্য, দেশ ট্রাভেলসের এক চালককে রাজশাহীর পরিবহন শ্রমিক সদস্যরা লাঞ্ছিত করার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু করে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। এর ফলে নাটোরের সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন:
নাটোর থেকে ১৬ জেলায় বাস চলাচল বন্ধ