পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

ফেরীকাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরির ধাক্কায় স্পীডবোট ডুবে নিখোঁজ ৩ যাত্রীর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) সকালে লাশগুলো উদ্ধার করা হয়। এর আগে গতকাল রবিবার (১১ নভেম্বর) বিকালে স্পীডবোট ডুবে তিনজন নিখোঁজ হয়। মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী ও গোপালগঞ্জের মুকসুদপুর থানার প্রসন্নদী গ্রামের আব্দুর রহমানের ছেলে রাজু আহমেদ (২৫), তার স্ত্রী লিমা (২০) ও পটুয়াখালী জেলার বাউফলের রুবেল গাজীর মেয়ে ফাতেমা (৮)।

ওসি জানান, গতকাল বিকেলে ৪টার দিকে শিমুলিয়া থেকে ২৪ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি স্পীডবোটের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় মাঝ পদ্মায় ভাসছিল। এ সময় ওই রুটে চলাচলকারী একটি ফেরির সঙ্গে ধাক্কা লেগে স্পীডবোটটি উল্টে যায়। এর মধ্যে ২১ জন যাত্রী উদ্ধার করা সম্ভব হলেও ৩ জন নিখোঁজ ছিল। সকালে পদ্মায় ভাসমান অবস্থায় স্পীডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ জনের লাশ দেখতে পাওয়া যায়। পদ্মা সেতুর গোড়ার নিচ থেকে ওই ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন- ফেরির ধাক্কায় সিবোট ডুবে নিখোঁজ ৩