জয়পুরহাটে কষ্টিপাথরের বৌদ্ধমূর্তি উদ্ধার, গ্রেফতার ২

উদ্ধারকৃত কষ্টিপাথরের বৌদ্ধমূর্তি জয়পুরহাট শহরের চিত্রাপাড়া এলাকা থেকে সোমবার (১২ নভেম্বর) দুপুরে কষ্টিপাথরের একটি সাদা বৌদ্ধমূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মূর্তি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, উদ্ধারকৃত মূর্তিটির দাম প্রায় দুই কোটি টাকা।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, পাঁচবিবির মহব্বতপুর গ্রামের মুনসুর রহমান ও আক্কেলপুর উপজেলার ভান্ডারিপাড়া গ্রামের অখিল চন্দ্র মূর্তি ব্যবসায়ী। মূর্তিটি ভারতে পাচারের জন্য তারা জয়পুরহাটের একটি ভাড়া বাসায় রাখে। খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার ও দুজন মূর্তি ব্যবসায়ীকে আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।