২২৬০ রোহিঙ্গার তালিকা জাতিসংঘকে হস্তান্তর

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা, ফাইল ফটো)নভেম্বরের মাঝামাঝি প্রত্যাবাসন শুরু হওয়ার লক্ষ্যে দুই হাজার ২৬০ জন রোহিঙ্গার তালিকা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম বাংলাট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, সম্প্রতি ঢাকায় বাংলাদেশ-মিয়ানমার তৃতীয় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর (মাঝামাঝি) রোহিঙ্গাদের প্রথম দলের প্রত্যাবাসন শুরু কথা রয়েছে। ওই দলে থাকছে ৪৮৫ পরিবারের দুই হাজার ২৬০ জন সদস্য।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সময় খুবই কাছাকাছি চলে আসায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে এ তালিকা হস্তান্তর করা হলো। তবে কখন, কোথায় তালিকাটি হস্তান্তর করা হয়েছে সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।
গত বছরের ২৪ নভেম্বর রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ দ্বি-পাক্ষিক চুক্তি করে। চুক্তিতে দুই মাসের মাথায় প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনও রোহিঙ্গা রাখাইনে ফেরত যেতে পারেননি।
প্রসঙ্গত, গত বছর ২৫ আগস্টের পর মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানের মুখে সে দেশ থেকে প্রাণে বাচঁতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।