খুলনা-৩ আসনে আ. লীগ নেতা মন্নুজান-কামাল মুখোমুখি

মন্নুজান সুফিয়ান ও কামাল হোসেনখুলনা- ৩ আসন থেকে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম কিনেছেন বর্তমান সংসদ সদস্য মন্নুজান সুফিয়ান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা এস এম কামাল হোসেন। দুজনেই ঢাকায় অবস্থান নিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন।

খুলনা- ৩ আসনটি এককভাবে ধরে রাখতে পারেননি কোনও রাজনৈতিক দলের নেতা। শ্রমিকদের দাবি আদায়ের বিষয়টি এ আসনে জয়-পরাজয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আসন্ন সংসদ নির্বাচনে একাধিক প্রার্থী নিয়ে এখানে আওয়ামী লীগ রয়েছে উদ্বিগ্ন। দলের দুই হেভিওয়েট প্রার্থী এখানে রয়েছেন মুখোমুখি অবস্থানে। এছাড়া মহানগর আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ও দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী এ আসন থেকে দলীয় ফরম নিয়েছেন।

হেভিওয়েট দুই প্রার্থী মন্নুজান ও কামালকে ঘিরে দলের মধ্যে তৈরি হয়েছে ভিন্ন বলয়। মনোনয়নপত্র জমা দিলেও এখনও কেউই কেন্দ্রের সবুজ সংকেত পাননি। ফলে দ্বিধা-দ্বন্দ্বে রয়েছে দুবলয়েরই কর্মী-সমর্থকরা।

মন্নুজান সুফিয়ান ২০০৮ ও ২০১৪ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এদিকে এসএম কামাল হোসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

কামাল হোসেন জানান, প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সংগঠিত করা হয়েছে। মানুষ ভোট দেবে শেখ হাসিনার উন্নয়ন দেখে। বিএনপির সময় যেসব কলকারখানা বন্ধ ছিল বর্তমান সরকার সেগুলো চালু করেছে। দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচিত হয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

মন্নুজান সুফিয়ান এমপি বলেন, ‘মাঠ পর্যায়ে দলীয় নেতাকর্মীরা সক্রিয় রয়েছে। নেত্রী আমাকে অনেক কিছুই দিয়েছেন। এবারও নেত্রী আমাকে মনোনয়ন দেবেন বলে বিশ্বাস করি। মনোনয়ন পেয়ে দলীয় নেতাকমীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনি কার্যক্রম পরিচালিত হবে।