লালমনিরহাটে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

লালমনিরহাটলালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় রুহুল আমিন (৪০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।  এ ঘটনায়  রোগীর স্বজন ও স্থানীয় লোকজন পাটগ্রাম উপজেলা হাসপাতাল ঘেরাও করে ও ভাঙচুরের চেষ্টা চালায়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃত রোগী রুহুল আমিন লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার রহমানপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে।

মৃত রুহুল আমিনের স্ত্রী তুলি বেগম ও ছেলে তুরান রানা অভিযোগ করে বলেন, ‘বুকের ব্যাথা নিয়ে রবিবার সকাল ১০ টার দিকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তি করানোর ২ ঘণ্টা পরও  কোনও চিকিৎসকের দেখা পাওয়া যায়নি। একজন নার্স একটি স্যালাইন পুশ করে ও ইনজেকশন লিখে দেয়। বাজার থেকে ইনজেকশন এনে দেওয়া হয়। তখন হাসপাতালে কাউকে পাওয়া যায়নি। জরুরী বিভাগেও কোনও চিকিৎসক ছিল না। চিকিৎসকের অবহেলার কারণে রুহুল আমিনের মৃত্যু হয়।’

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য হাসপাতালের কর্মকর্তা ডা. হাসনাত ইউসুফ জাকি বলেন, ‘মৃত রুহুল আমিন চিকিৎসক  হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। হৃদরোগে আক্রান্ত রোগীর এই হাসপাতালে কোনও চিকিৎসার ব্যবস্থা নেই। বিষয়টি রোগীর লোকজনকে বুঝানো হয়েছে। একজন মানুষের মৃত্যু হলে তার পরিবারের লোকজন স্বাভাবিকভাবেই উত্তেজিত থাকে। তাদের ক্ষেত্রেও একই অবস্থা ছিল।’   

পাটগ্রাম থানার ওসি(তদন্ত) ফিরোজ কবির বলেন, ‘পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুহুল আমিন নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছিল। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রশাসনসহ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।’ 

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, ‘রোগীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। নিহতের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’