মানিকগঞ্জে স্ত্রীর মামলায় স্বামীর কারাদণ্ড

আদালত

মানিকগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামীর দুই বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ নভেম্বর) মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন এ রায় দেন।

কারাদণ্ড পাওয়া আসামি আলমগীর হোসেন রাজবাড়ি জেলার বাসিন্দা। আর বাদী খুশি বেগম মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর গ্রামের বাসিন্দা।

মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি একেএম নূরুল হুদা রুবেল জানান, ২০১৩ সালে ১৮ নভেম্বর খুশি বেগমের বাবা বাড়িতে তার স্বামী আলমগীর হোসেন দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এ টাকা পেয়ে সেদিন খুশিকে মারধরও করেন আলমগীর। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন। সাক্ষ্যপ্রমাণে আসামি দোষী হলে আদালত আজ এই সাজা দেন। আসামিকে গ্রেফতার অথবা তার আত্মসর্মপণের পর থেকে সাজা কার্যকর হবে।’