জাফর ইমাম বীর বিক্রমের মনোনয়ন ফরম খোয়া গেছে

feni জাফর ইমাম

ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে আগ্রহী কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রমের মনোনয়ন ফরম খোয়া গেছে। ফলে তিনি মঙ্গলবার (১৪ নভেম্বর) ধানমণ্ডি কার্যালয়ে ফরম জমা দিতে গিয়েও দিতে পারেননি। অন্যদিকে তার মনোনয়ন ফরম ছিনতাই হয়ে গেছে বলেও গুজব ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মধ্যে।  

এ ব্যাপারে জাফর ইমাম বীর বিক্রম বাংলা ট্রিবিউনকে জানান, তিনি ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মঙ্গলবার তিনি কার্যালয়ে ফরম জমা দিতে যান। এই সময় মনোনয়ন ফরম রাখা তার ব্যাগটি খোঁজেন। কিন্তু দেখেন গাড়িতে তা নেই। খোয়া গেছে।

তিনি আরও বলেন, ‘বিষয়টি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবগত করেছি ।’

প্রসঙ্গত, ১৯৭৯ সাল থেকে বিএনপি, পরে জাপা থেকে ৯০ পর্যন্ত ফেনী-১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন জাফর ইমাম বীর বিক্রম। তবে ১৯৯১ সালে জাপা প্রার্থী হিসেবে এবং ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে এ আসন থেকে নির্বাচন করে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে হেরে যান।

১৯৯১, ১৯৯৬, ২০০১ ও সর্বশেষ ২০০৮ সালে আসনটি থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে জাসদ নেত্রী শিরিন আখতার মহাজোট প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।