খুলনার ৬ আসনে মনোনয়নপত্র নিলেন ১১ জন

খুলনা

খুলনার ৬টি আসন থেকে আজ শনিবার পর্যন্ত ১১ জন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। খুলনার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খুলনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবু সাঈদ, খুলনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল আউয়াল, খুলনা-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুজ্জাম্মিল হক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাস, খুলনা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমাদ শেখ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী আনোয়ার হোসেন, খুলনা-৫ আসনে বঙ্গবন্ধু পরিষদের খুলনা জেলা শাখার সহ-সভাপতি ড. মাহবুব-উল-ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা শেখ মুজিবুর রহমান ও খুলনা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের খুলনা মহানগর শাখার আমির মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা গাজী নূর আহমাদ ও স্বতন্ত্র প্রার্থী সুব্রত কুমার বাইন।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে আব্দুল গফ্ফার বিশ্বাস ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুলনা-৩ আসন থেকে এবং অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ২০০১ সালে জামায়াতের মনোনয়নে খুলনা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।