প্রাথমিক সমাপনীতে বরিশালের ১৬২ কেন্দ্রে ৫৩ হাজার পরীক্ষার্থী

111

বরিশাল জেলার ১৬২টি কেন্দ্রে প্রাথমিক এবং ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৩ হাজার ৫৫ পরীক্ষার্থী। এর মধ্যে ১৫৬টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৪৭ হাজার ৫৮০ জন প্রাইমারির শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ২১ হাজার ৩৬৭ জন এবং মেয়ে ২৬ হাজার ৬৪ জন। বরিশালের ৬টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৫ হাজার ৪৭৫জন ইবতেদায়ী পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে মেয়ে ২ হাজার ৩১১ জন এবং ছেলে ৩ হাজার ৩৩২ জন।

রবিবার (১৮ নভেম্বর) পরীক্ষা শুরুর পরপরই বরিশাল জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ সময় কেন্দ্রের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। বিগত দিনে প্রশ্নপত্র ফাঁস হলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানানও জেলা প্রশাসক।

বরিশাল বিভাগের ছয় জেলায় ৫২৯টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী এক লাখ ৯১ হাজার ৯৭৩ জন। তার মধ্যে প্রাথমিকে মোট পরীক্ষার্থী এক লাখ ৬২ হাজার ৯৭১ জন। এর মধ্যে ছেলে ৭২ হাজার ৪৭২ এবং মেয়ে পরীক্ষার্থী ৯০ হাজার ৪৯৯ জন। ইবতেদায়ীতে মোট পরীক্ষার্থী ২৯ হাজার ২ জন। এর মধ্যে মেয়ে ১২ হাজার ৭৩৮ জন এবং ছেলে ২৬ হাজার ২৬৪ জন।