উত্তরার আশকোনায় বিরল প্রজাতির পাখি উদ্ধার, আটক ৪

উদ্ধার করা পাখিরাজধানীর উত্তরার আশকোনা থেকে বন্যপ্রাণী পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় উদ্ধার করা হয়েছে বিরল প্রজাতির দুইটি টোকান ও একটি ইকলেকটাস প্যারোট পাখি। আটককৃতরা হলো, জাহিদুল হাসান (৩২), খন্দকার বুলবুল ইসলাম (৩৪), রফিকুল ইসলাম (৪১) ও মাসুদুর রহমান (২৯)।
নারায়ণগঞ্জের র‌্যাব-১১ সদস্যরা শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। রবিবার (১৮ নভেম্বর) বিকেলে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জসিমউদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধার করা বিরল প্রজাতির আমদানি নিষিদ্ধ টোকান পাখি ও ইকলেকটাস প্যারোট পাখি বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের কর্মকর্তার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার করা পাখিসহ বন্যপ্রাণী পাচার চক্রের আটক চার সদস্যর‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে পাচারকারী চক্রটি বিদেশ থেকে পশুপাখি আমদানির আড়ালে বিমানবন্দরের সিঅ্যান্ডএফের সঙ্গে সংঘবদ্ধভাবে আমদানি নিষিদ্ধ বিরল প্রজাতির পশুপাখি আমদানি করে আসছে। এসব পশুপাখি প্রতিবেশী দেশগুলোতে পাচার করা হয়। অনুসন্ধানে আরও জানা যায়, চলতি বছরের ৮ মে যশোর থেকে উদ্ধার করা ৯টি জেব্রা আটক রফিকের পরিচালিত সিঅ্যান্ডএফ ‘মতিন অ্যান্ড কোং’ এর মাধ্যমে বিমানবন্দর থেকে ছাড় করা হয়েছিল। এই চক্রটি বিভিন্ন সময় সাদা সিংহ, বিদেশি বানর, চিতা বাঘ, জেব্রাসহ বিরল প্রজাতির পাখি আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কৌশলে বাংলাদেশে আনে এবং পাশের দেশগুলোতে পাচার করে।
র‌্যাব আরও জানায়, চলতি বছরের ১৪ জুন নারায়ণগঞ্জের ফতুল্লায় দুইটি চিতা বাঘসহ আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্রের সদস্য আরিফুল ইসলাম ও শওকত ইমরান ওরফে মিঠুকে গ্রেফতার করা হয়।