টঙ্গীতে তুলার কারখানায় আগুন

১১

গাজীপুরের টঙ্গীতে ঝুট থেকে তুলা তৈরীর এক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৮ নভেম্বর) রাতের আগুনে ঝুট ও উৎপাদিত তুলাসহ ওই কারখানা এবং গুদাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার বাদাম রোডে (বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কারখানা সংলগ্ন) এম এস ফাইবার প্রসেসিং কারখানায় ঝুট থেকে তুলা তৈরি করা হয়। রবিবার রাত পৌনে ১১টার দিকে ওই কারখানায় ঝুটের ক্র্যাশিং কাজ চলছিল। এসময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই টিনশেডের ওই কারখানা ও কারখানার গুদামে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। কারখানার শ্রমিক-কর্মচারী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে দুইটার দিকে তারা আগুন নেভাতে সক্ষম হয়।

আগুনে ওই কারখানা ও গুদামসহ বিপুল পরিমান ঝুট এবং উৎপাদিত তুলা ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা উৎপাদন কাজ চলাকালে মেশিনের ঘর্ষণে সৃষ্ট আগুনের স্ফুলিঙ্গ হতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে থাকতে পারে। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।