কলাপাড়ায় ৮০ মণ জাটকা জব্দ

কলাপাড়ায় ৮০ মণ জাটকা জব্দপটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ নদীর মোহনা থেকে প্রায় ৮০ মণ জাটকা ইলিশ জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। আজ সোমবার (১৯ নভেম্বর) সকালে এমভি নবনিতা নামের একটি লঞ্চে অভিযান চালিয়ে এই জাটকা জব্দ করা হয়। এসময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ডের সদস্যরা জানান।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামনাবাদ নদীর মোহনায় একটি লঞ্চ থেকে ৮০ মন জাটকা জব্দ করা হয়। পরে ওই মাছ বিভিন্ন এতিমখানাসহ হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস, পায়রা বন্দর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুলসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।জব্দ জাটকা অসচ্ছলদের মধ্যে বিতরণ করা হয়

পায়রা বন্দর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামান জানান, ‘অভিযান চালিয়ে ৮০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বিক্রির উদ্দেশ্যে জাটকাগুলো মৌডুবি থেকে গলাচিপা নেওয়া হচ্ছিলো।’