বেনাপোলে ৪০ হাজার ডলারসহ হুন্ডি ব্যবসায়ী আটক

১২৩৪

বেনাপোল সীমান্তে আমেরিকান ৪০ হাজার ডলারসহ জাহিদ হাসান (২০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শুক্রবার (৩০ নভম্বের ) সকাল ৮টায় বড় আচড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

বেনাপোলে বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটক জাহিদ বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের সাহিব আলীর ছেলে ।

এ ব্যাপারে সুবেদার মনিরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলে বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা আগেই বড় আচড়া সীমান্তে অবস্থান নেয়। হুন্ডি ব্যবসায়ী জাহিদ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ সময়   তাকে আটক করে শরীর তল্লাশি করে ৪০ হাজার আমেরিকান ডলার উদ্ধার করা হয়, যার বর্তমান মূল্য বাংলাদেশি টাকায় ৩৪ লাখ টাকা। পরে আটক জাহিদকে ডলারসহ বেনাপোল থানায় সোর্পদ করা হয়েছে।