সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগের দাবি দলিত সম্প্রদায়ের

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলিত সম্প্রদায়ের প্রতিনিধিরাজাতীয় সংসদে দলিত সম্প্রদায়কে প্রতিনিধিত্ব (সরাসরি অথবা সংরক্ষিত) করার সুযোগ সৃষ্টি; নির্বাচনি ইশতেহারে দলিতদের অধিকার, মর্যাদা ও যথার্থ উন্নয়নের প্রতিশ্রুতি; নির্বাচন পরবর্তী নির্যাতন বন্ধ ও নিরাপত্তাসহ ২২ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দলিত পরিষদ। বুধবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর ফলপট্টি এলাকায় সংগঠনের বিভাগীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের বিভাগীয় সভাপতি জীবন রবি দাস বলেন, ‘স্বাধীনতার ৪৭ বছর পরও দলিত সম্প্রদায়ের এক কোটি মানুষ সবদিক থেকে পিছিয়ে আছে। প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের পর তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়। নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার হলেও তাদের পাশে কেউ দাঁড়ায় না। এবারের একাদশ জাতীয় নির্বাচন নিয়েও তারা শঙ্কার মধ্যে আছে।’

সম্মেলনে ‘বৈষম্য বিলোপ আইন-২০১৫’ পাস করে দলিতদের অধিকার ফিরিয়ে দেওয়ার এবং শান্তিপূর্ণভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি দাবি জানানো হয়।