প্রতীক পেলেন শেখ হাসিনা

গোপালগঞ্জের তিনটি আসনে প্রতীক বরাদ্দআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১০ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার এ প্রতীক বরাদ্দ করেন। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সী ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নৌকা, বিএনপির এস এম জিলানীকে ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. মারুফ শেখকে হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী মো. উজির ফকিরকে সিংহ ও মো. এনামুল হককে আপেল প্রতীক দেওয়া হয়।

গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিমকে নৌকা, বিএনপির সিরাজুল ইসলাম সিরাজকে ধানের শীষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তসলিম সিকদারকে হাতপাখা প্রতীক দেওয়া হয়।

গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের লে. কর্নেল (অব.) মো. ফারুক খানকে নৌকা, বিএনপির এফ.ই শরফুজ্জামান জাহাঙ্গীরকে ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মিজানুর রহমানকে হাতপাখা এবং বাসদের ইছাহাক মোল্লাকে মই প্রতীক দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৩০০ আসনে প্রধান দুই জোটের প্রার্থী যারা