হবিগঞ্জের ৪টি আসনে ২৩ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

প্রতীক পাওয়ার পর প্রদর্শন করছেন ড. রেজা কিবরিয়াউৎসবমুখর পরিবেশে হবিগঞ্জের ৪টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও অন্যান্য দলের ২৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক বরাদ্দ শেষে ঐক্যফ্রন্টের হবিগঞ্জ-১ আসনের প্রার্থী ড. রেজা কিবরিয়া সাংবাদিকদের জানান, ‘এ নির্বাচন একটি কঠিন সময়ে হচ্ছে। জনগণ ও আল্লাহ সহায় থাকলে কেউ আমাদের বিজয় আটকাতে পারবে না।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী জিকে গউছ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনও ঠিক হয়নি। আমাদের নেতাকর্মীদের মামলা ছাড়াই পুলিশ গ্রেফতার করেছে। আশা করি, নির্বাচন কমিশন দ্রুত বিষয়টি নিয়ে ভাববেন।’

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী শঙ্কর পাল জানান, ‘গত নির্বাচনে আমি জয়লাভ করেছিলাম, কিন্তু আমার জয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। এ বছর আর ছাড় নয়, যেকোনও মূল্যে সকল নাশকতা প্রতিরোধ করা হবে।’

শঙ্কর পাল আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে এ আসনে আমি জয় লাভ করতে পারব।’