পিরোজপুর-৩: আপেল প্রতীকে নির্বাচন করবেন সাবেক ছাত্রলীগ নেতা আশরাফ

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে পিরোজপুর-৩ আসনে আপেল প্রতীক পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও  পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুর রহমান।

সম্প্রতি তিনি এই আসন থেকে স্বতন্ত্র  প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।

আশরাফুর রহমানের পক্ষে জেলা রির্টানিং অফিসারের কার্যালয় থেকে সোমবার (১০ ডিসেম্বর) প্রতীক গ্রহণ করেন আশরাফুর রহমানের প্রস্তাবক ছোবাহান শরীফ। তিনি উপজেলার ৩ নম্বর মিরুখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও মঠবাড়িয়া প্রেসক্লাবের  সভাপতি জাহিদ উদ্দিন পলাশ জানান, ‌রুস্তম আলী ফরাজীর লাঙ্গলে মঠবাড়িয়ার আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনও মঙ্গল হবে না।   এ কারণে তিনি ও তার অনুসারীরা আশরাফুর রহমানের পক্ষে নেমেছেন। সাধারণ মানুষ আশরাফুর রহমানকে ভোট দিয়ে বিজয়ী করবেন এ আশা তার।

প্রসঙ্গত, এ আসনে মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মঠবাড়িয়ার বর্তমান সংসদ সদস্য ডা.রুস্তম আলী ফরাজীকে।

এ সংক্রান্ত খবর: পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র মনোনয়নপত্র নিলেন ছাত্রলীগের সাবেক নেতা আশরাফ 

 ৩০০ আসনে প্রধান দুই জোটের প্রার্থী যারা