হিলিতে মাদকসেবনের দায়ে ৭ ব্যক্তির কারাদণ্ড

12

দিনাজপুরের হিলিতে মাদকসেবনের দায়ে সাত ব্যক্তির প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ ডিসেম্বর) বিকালে হিলির রাজধানী মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুর রাফিউল আলম তাদের এই কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- হিলির খাত্তাব আলী (৩৫), আকাশ শেখ (২৮), সুরুজ আলী বিশ্বাস (২৯), গাইবান্ধার মাজেদুল ইসলাম (৩২), শহিদুল ইসলাম (৩২), জয়পুরহাটের নুর আলম (৩৮) ও দিনাজপুর সদরের মাসুদ রানা মিন্টু (৩৩)।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাদকসেবনের অভিযোগে পুলিশ সাত মাদকসেবীকে আটক করে বিকালে আমার নিকট উপস্থাপন করে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবনের অভিযোগে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২ এর খ ধারা মোতাবেক তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।’

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে পুলিশের একটি বিশেষ টহল দল রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এসময় মাদকসেবনের দায়ে হিলির বোয়ালদাড় ইউপি চেয়ারম্যানসহ ৮ জনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে সাত মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের নিকট উপস্থাপন করা হলে আদালত তাদের প্রত্যেককে দুই মাসের করে কারাদণ্ড প্রদান করে। এছাড়াও ইউপি চেয়ারম্যানকে মাদকসেবনের দায়ে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। পরে তাদের সকলকে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।