বি‌জি‌বি’র প্র‌তিবা‌দের মু‌খে আটক বাংলাদেশিকে ছে‌ড়ে দিলো বিএসএফ



সীমান্ত (ফাইল ছবি)কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশাকোটাল সীমান্তের নোম্যান্স ল্যা‌ন্ড থে‌কে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনীর (বিএসএফ) সদস্যরা মফছার আলী (৫৮) নামের এক বাংলাদেশি ধরে নিয়ে যাওয়ার এক ঘণ্টা পর বি‌জি‌বির প্র‌তিবা‌দের মু‌খে ছে‌ড়ে দি‌য়ে‌ছে। সোমবার (১০ ডি‌সেম্বর) বিকাল ৪টায় উপজেলার খালিশাকোটাল সীমান্তে এ ঘটনা ঘ‌টে।

লালমনিরহাট বি‌জি‌বি ১৫ ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার শংকর কুমার এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানি সদর সূত্রে জানা গেছে, উপজেলার খালিশাকোটাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৫ এর পাশ থেকে ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার অধীন ৩৮ বসকোঠাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে বালারহাট ক্যাম্পের বিজিবি’র সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভারতীয় বসকোঠাল ক্যাম্পের বিএসএফ সদস্যদের কাছে এর প্র‌তিবাদ জা‌নি‌য়ে আটক বাংলাদেশিকে ফেরত দেওয়ার দা‌বি জানান। পরে আটকের ১ ঘণ্টা পর ওই সীমান্ত এলাকায় এক‌টি সৌজন্যমূলক পতাকা বৈঠকের মাধ্যমে আটক মফছার আলীকে বিজিবি’র কাছে হস্তান্তর করে বিএসএফ। মফছার আলী ওই এলাকার মৃত কান্দুরা শেখের ছেলে ব‌লে জানায় বি‌জি‌বি।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শংকর কুমার জানান, বি‌জি‌বির তাৎক্ষ‌ণিক প্র‌তিবাদে কার‌ণে আটক বাংলা‌দে‌শি‌কে ফেরত দি‌য়ে‌ছে বিএসএফ। প‌রে তা‌কে তার প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।