সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপির অফিসে ভাঙচুর

১২৩

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপির অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এজন্য বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগকে দায়ী করলেও দলটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।

কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান অভিযোগ করে বলেন, ‘সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জামতৈল রেলওয়ে স্টেশনে অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এসময় তারা অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলে।

জানা যায়, ঘটনার সময় কার্যালয়ের ভেতরে দলের কেউ ছিল না। এসময় পাশের চায়ের দোকানে বসে থাকা জামতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মুহুরীকে মারপিট করে গুরুতর আহত করেছে হামলাকারীরা।

তবে হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার শেখ বলেন, ‘বিএনপি নেতারা মিথ্যা অভিযোগ করছে। আওয়ামী লীগের কেউই এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়।’

কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, ‘বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনার পর থেকে পুলিশ সর্তক অবস্থায় রয়েছে। এ বিষয়ে থানায় কেউই অভিযোগ দেয়নি।’